ছাত্রদলনেতা মিথুনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ 

doinikjamalpurbarta

জামালপুর প্রতিনিধি : অসহায় শীতার্তদের শীতবস্ত্র দিলেন জামালপুর জেলা ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক ও শহর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিথুন খান।

শুক্রবার সকালে শহরের ফুলবাড়িয়া রেলগেইট এলাকায় এ শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম কর্ণেল, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তরুণ হাসান কাজল, শ্রমিকদলনেতা সাদিকুর রহমান হীরা, আনোয়ার হোসেন মোশারফ, মোবারক হোসেন সিফাত, শহর ছাত্রদলের সদস্য জাকারিয়াসহ সকল নেতৃবৃন্দ।

পরে অসহায় শীতার্ত দুই শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহেল রানা।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ