জামালপুরে ঈমান আক্বিদা সংরক্ষণ কমিটি গঠন মাওলানা আলা উদ্দীন….. সভাপতি “”মুফতি সাইদুর রহমান….. সাধারণ সম্পাদক

doinikjamalpurbarta

বিপুল মিয়া : দৈনিক জামালপুর বার্তা: জামালপুরে ঈমান আক্বিদা সংরক্ষণ কমিটি গঠন করা হয়েছে।

২০শে জানুয়ারি সকালে মনিরাজপুর জামতলা মোড়ে আল-আবরার ইসলামিক রিসার্চ সেন্টার এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে মাওলানা আলা উদ্দীন কে সভাপতি ও মুফতি সাইদুর রহমান কে
সাধারণ সম্পাদক করা হয়। এ কমিটিতে মুফতি রবিউল ইসলাম
সিনিয়র সহ সভাপতি,মাওলা ইমাম হুসাইন
মাওলানা আবুল হাসান, মাওলানা আবু রায়হান, মাওলানা রাশেদুল ইসলাম ও
মুফতি জাকির হুসাইন সহ সভাপতি,
হাফেজ ফজলুল হক,মুফতি বুরহান উদ্দিন
,হাফেজ আব্দুল্লাহ আল-মামুন (সোহাগ) ও
মুফতি জহিরুল ইসলাম জাহেরী সহ সাধারণ সম্পাদক, হাফেজ জাহিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক,মুফতি তানভীর মাহতাব রাহমানী,হাফেজ অবু সুফিয়ান ও
মুফতি আনোয়ার হোসাইন জামালপুরী
সহ সাংগঠনিক সম্পাদক,মুফতি আব্দুল্লাহ আল-মামুন প্রচার সম্পাদক, মুফতি মিজানুর রহমান, হাফেজ মাওলানা সাইদুর রহমান
সহ প্রচার সম্পাদক,মাওলানা কামরুল ইসলাম অর্থ সম্পাদক,মুফতি আব্দুর রহমান ও মাওলানা আতিকুর রহমান সহ অর্থ সম্পাদক,

হাফেজ সোলাইমান,মাওলনা মুস্তাফিজুর রহমান,মুফতি মঞ্জুরুল ইসলাম,
হাফেজ সানোয়ার হোসেন,মাওলানা ওমর ফারুক,
মুফতি মাসরুর হাসান,মুফতি আসলাম হোসাইন,হাফেজ রোকন,মুফতি ইলিয়াস হোসাইন কাশেমী,মুফতি আল-আমিন,মুফতি আব্দুল জব্বার,
হাফেজ মাওলানা ওবাইদুল্লাহ,মুফতি ইয়াকুব হোসেন, হাফেজ আব্দুর রউফ,
হাফেজ সোলাইমান,মুফতি ইলিয়াস হোসাইন,মাওলানা সাইফুল ইসলাম
,হাফেজ জিকরুল্লাহ ইসলাম,মুফতি আব্দুল্লাহ আল-মামুন ও মুফতি আশরাফ জিয়াকে সদস্য করে ৪২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় ।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ