মঞ্জুরুল হক : জামালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্ণামেন্ট জেলা পর্যায়ের চ্যাম্পিয়নশীপ দলকে সংবর্ধন দেয়া হয়েছে।
এ উপলক্ষে পাবই সোনার বাংলা উচ্চ বিদ্যালয় বন্ধু এসোসিয়েশন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।
এতে বন্ধু এসোসিয়েশনের সভাপতি শেখ মো.মহসীনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারন সম্পাদক আব্দুস সালামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন,সংগঠনের উপদেষ্টা মো.মোহতাসিম বিল্লাহ বেলাল,সংগঠনের সদস্য হাফিজুর রহমান বাচ্চু,পাবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.সেলিম উদ্দিন,সাবেক প্রধান শিক্ষক এবিএম আব্দুল্লাহ,রুস্তম শাহ আলী ফকির সংগঠনের যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম,সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম বিপ্লব প্রমুখ।পরে জেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ বিজয়ী খুদে ফুটবলারদের হাতে ক্রেষ্ট তুলেদেন অতিথিরা।