জামালপুরে বিজয়ের উল্লাসে,তারুণ্যের উচ্ছাসে, শীর্ষক সেমিনার

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিবেদক : জামালপুর জেলা তথ্য অফিসের আয়োজনে বিজয়ের উল্লাসে,তারুণ্যের উচ্ছাসে,শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।সোমবার সরকারি জাহেদা সফির মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

এতে জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহফুজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন,জেলা প্রশাসক হাছিনা বেগম।সেমিনারে জেলার সিনিয়র তথ্য অফিসার মুহাম্মদ জালাল উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন,পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা,বলেন তারুন্য কোন বয়স না,এটা একটি শক্তি,যে শক্তি ব্যবহারের মাধ্যমে অন্যায়কে প্রতিবাদ করা যায়এছাড়া নিজেকে বদলিয়ে শিক্ষার্থীদের নিজেদর গঠন করে দেশের জন্য কাজ করতে আহবান জানান বক্তারা।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ