জামালপুর প্রতিনিধি : সমবায়ে গড়ব দেশ বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিবাদকে সামনে রেখে সমবায় সমিতি আইন ও বিধি মোতাবেক সমিতি পরিচালনা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে জেলা সমবায় কার্যালয়ে উপজেলা সমবায় অফিসে আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জামালপুর জেলা সমবায় অফিসের পরিদর্শক মোঃ আসলাম কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন জামালপুর জেলা সমবায় অফিসার আব্দুল হান্নান, উপ-সহকারী নিবন্ধক মোঃ আতিকুর রহমান, উপজেলা সমবায় অফিসার শাহনাজ বেগম ও জেলা সমবায় অফিসে পরিদর্শক শামীম আহমেদ।
জামালপুর সদর উপজেলার ৫০ টি সমবায় সমিতির সদস্যগণ সভায় অংশগ্রহণ করেন।
জেলা সমবায় অফিসার আব্দুল হান্নান,
সমবায় সমিতি আইন ও বিধি মোতাবেক সমিতি পরিচালনা জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।