জামালপুর পৌরসভায় ওএমএস ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি।

doinikjamalpurbarta

মো.শাকিল হোসেন জামালপুর  : জামালপুরে ওএমএস ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উন্মুক্ত লটারির আয়োজন করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক।

উন্মুক্ত লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ, ইফতেখার ইউনুস, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান খান ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাকিয়া সুলতানা।

ওএমএস ডিলার নিয়োগে মোট ২২০টি আবেদন জমা পড়ে। যাচাই-বাছাইয়ের পর ১৯টি আবেদন বাতিল হয়। বাকি ২০১টি আবেদনকারীর মধ্য থেকে লটারীর মাধ্যমে জামালপুর পৌরসভার ১২টি ওয়ার্ডে ১৩টি বিক্রয় কেন্দ্রের বিপরীতে ওএমএস ডিলার নির্বাচিত করা হয়।

জানা যায়, ৫ আগষ্ট ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর দেশের বিভিন্ন সরকারী অফিস আদালত কিংবা অন্যান্য সেক্টর গুলোতে নানাবিধ সমস্যার সৃষ্টি হয়। সে ধারাবাহিকতায় জামালপুরে ও এর প্রভাব পরিলক্ষিত হয়।

সরকার কর্তৃক প্রদেয় সুবিধাদি ভোগ করে আসছিল সাবেক সরকার দলীয় বা আওয়ামীলীগ সমর্থিত নেতা কর্মীরা।

দেশে বৈষম্য ছাত্র আন্দোলনের দ্বারা বিজয় এর পরিবর্তনের ফলে ওই সকল সুবিধাবাদীরা গা ডাকা দেয়ায় চলমান কার্যক্রম অস্থির হয়ে পড়ে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ