বকশীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

doinikjamalpurbarta

ইমরান সরকার বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জুলেখা আক্তার (৩২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার বাট্টাজোর ইউনিয়নের পুরান বাট্টাজোর গ্রামে স্বামী নাজমুল হকের বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি সন্ধ্যায় নিশ্চিত করেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ।

স্থানীয়রা জানান, জুলেখা আক্তার ও তার স্বামী নাজমুল হকের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল।

বুধবার দুপুরে নিজ ঘরের ধর্নার সঙ্গে রশি পেঁচিয়ে ঝুলে থাকে ।

পরে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা তাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে ঘরে ঢুকে ঝুলন্ত মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ