মোঃ বিপুল হোসেন, নান্দিনা প্রতিনিধি :
শনিবার (০১ ফ্রেব্রুয়ারি) দিবাগত রাতে জামালপুর সদর উপজেলার নান্দিনার খড়খড়িয়া ৯নং রানাগাছা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো: আব্দুল জলিল সাহেবের বাড়ীতে অস্ত্রধারী একটি সন্ত্রাসী বাহিনী বাড়ীর প্রধান গেট ভেঙ্গে বাড়ীর ভিতরে প্রবেশের চেষ্টা চালায়।
এসময় তারা বাড়ীর সিসি ক্যামেরা, লাইট, জানালার কাঁচ ভাংচুর করে। রাত ১২টা থেকে দুইটা পর্যন্ত চলে এমন তান্ডবলীলা। পরে অস্ত্রধারীরা এমন তান্ডবের পর ফিরে যায়।
খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশের একটি দল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ আসার খবরের এ ঘটনায় পুরো পরিবারের সদস্যদের মাঝে চরম আতঙ্ক দেখা দিয়েছে।ডাকাতি না সন্ত্রাসী হামলা কি না ধারণা করা যাচ্ছে না।
এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায় নি।