রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারীতে ৪০ বোতল ফেন্সিডিল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ইজলামারী এলাকা থেকে এসব মাদক আটক করা হয়।
বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক জানান, বিজিবির জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান পিএসসির সার্বিক দিক নির্দেশনায় বুধবার সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬৫-৩-এস থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রৌমারী সদর ইউনিয়নের চর ফুলবাড়ী এলাকা থেকে মালিক বিহীন অবস্থায় ৪০ বোতল ফেন্সিডিল আটক করে ইজলামারী ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা।
তিনি আরও বলেন, বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরণের চোরাচালান পাচার রোধকল্পে ও সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি।