শেরপুরে জামায়াত নেতৃবৃন্দের সাথে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিনিধি শেরপুর দৈনিক জামালপুর বার্তা :

শেরপুরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জেলা জামায়াত নেতৃবৃন্দের সাথে জেলা পূজা উদযাপন পরিষদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর রোববার রাতে গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান।

জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক জীতেন্দ্র চন্দ্র মজুমদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুল বাতেন, শহর জামায়াতের আমীর মাওলানা নুরে আলম সিদ্দিকী, নায়েবে আমীর গোলাম কিবরিয়া, শহর সেক্রেটারি ডা. হাসানুজ্জামান, এসিস্ট্যান্ট সেক্রেটারি আমিনুর রসুল, জেলা ছাত্র শিবিরের সভাপতি আশরাফুজ্জামান মাসুম, জেলা সেক্রেটারি আতিকুল্লাহ, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব সুব্রত দে, সিনিয়র যুগ্ম আহবায়ক বিপ্লব দাম ঠান্ডু প্রমুখ।

সভায় জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান বলেন, শেরপুরে হিন্দু সম্প্রদায়ের দুর্গা পূজা বিপুল উৎসাহ উদ্দীপনা ও ভাবগম্ভীর্যভাবে সম্পন্ন করতে জামায়াত সার্বক্ষণিক সহযোগিতা করবে। তিনি হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, সংখ্যাগুরু ও সংখ্যালঘু বলতে কোন শব্দে জামায়াত বিশ্বাস করে না। এই দেশ সকলের, আমরা সকলে মিলে দেশকে অসাম্প্রদায়িক চেতনায় গড়ে তোলার কাজে সকলকে এগিয়ে আসার আহ্বান জানাই।

মতবিনিময় সভায় শহর পূজা উদযাপন পরিষদের আহবায়ক প্রবাল সূত্রধর, সদস্য সচিব তুষার ভৌমিক, জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মহাদেব সাহাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ