শ্রীবরদীতে জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় সাংবাদিক সম্মেলন

doinikjamalpurbarta

রেজাউল করিম রাজু, শেরপুর জেলা প্রতিনিধি :

শেরপুরের শ্রীবরদীতে জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত মিটার ইন্সপেক্টর ও উপজেলার হালগড়া গ্রামের বাসিন্দা মো: মোশারফ হোসেন।

২৮ শে জানুয়ারী (মঙ্গলবার) দুপুরে উপজেলার হালগড়া গ্রামে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

লিখিত বক্তব্যে মোশারফ হোসেন বলেন, আমি জীবিকার তাগিদে ময়মনসিংহ বসবাস করি।

আমার জমি যার দাগ নং ১১২২, খতিয়ান নং ১২৯২, ৫২ জমিতে আমার দুই কক্ষ বিশিষ্ট হাফ বিল্ডিং ঘরের পাশে একটি ঘর নির্মাণ করে বসবাস করে একই গ্রামের বাসিন্দা মিজানুর রহমান।

পরবর্তীতে আমি তাদেরকে আমার জায়গা ছেড়ে তাদের পৈতিক বাড়িতে চলে যেতে বললে তারা আমার জমি তাদের নিজের জমি বলে দাবি করেন।

পরবর্তীতে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইউপি চেয়ারম্যান কে নিয়ে গ্রাম্য সালিশ দরবারে মিজানুর রহমান দুই মাস সময় চায় এবং দুই মাসের মধ্যে তার ঘরবাড়ি ভেঙে নিয়ে যাবে বলে সালিশিতে প্রতিশ্রুতি দেয়।
আমার জায়গায় রোপনকৃত গাছপালা কেটে সে
অন্যত্র বিক্রি করে দেয়।

দুই মাস অতিবাহিত হওয়ার পরও আমার জমিতে আমার স্থাপনকৃত পরিতক্ত ঘরটি ভেঙে নতুন ঘর নির্মাণ করতে গেলে পুনরায় তারা জায়গাটি দখলের চেষ্টা করেন এবং মিজানুর রহমানের স্ত্রী শেফালী বেগম বিজ্ঞ সি আর আমলি আদালত শেরপুরে আমার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন। যা বর্তমানে শ্রীবরদী থানা পুলিশ তদন্ত করছেন।

আমি আজ নিরুপায়, আমাকে মিথ্যা মামলা দিয়ে সামাজিক ও পারিবারিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। আমি মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি। সংবাদিক সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে মিজানুর রহমানের স্ত্রী শেফালী বেগম বলেন, মোশারফ হোসেন আমার কাকা। তার অভিযোগ মিথ্যা।

আমরাও অন্যায়ের বিচার চাই। শ্রীবরদী থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ বলেন, বিজ্ঞ আদালত থেকে একটি কোট পিটিশন তদন্তের দায়িত্ব আমি পেয়েছি।

বিজ্ঞ আদালত প্রতিবেদন চেয়েছেন। আমি তদন্ত করছি তদন্ত শেষ হলে সঠিক ভাবে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করব।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ