শ্রীবরদীর কাকিলাকুড়াতে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

doinikjamalpurbarta

রেজাউল করিম রাজু, শেরপুর জেলা প্রতিনিধি :

শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়ায় অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকালে এই খেলা কাকিলাকুড়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে আয়োজন করা হয় স্থানীয় চৌরাস্তা বাজার সংলগ্ন ফসলি জমির মাঠে ।
প্রতিযোগিতায় মোট ৪৩টি দল অংশগ্রহণ করে।বাঁশির হুইসেল বাজতেই শুরু ভোঁ- দৌড়। ৪৩ টি দলের ঘোড়াগুলোর নাম একেক রকম। আর বাহারি নামে এ ঘোড়াগুলোর দৌড় প্রতিযোগিতা উপভোগে উপজেলার আশপাশে হাজারো মানুষের উপস্থিতি নিয়ে আসে বাড়তি উন্মাদনা। তাদের আনন্দ উল্লাস প্রতিযোগিতার আবেদন বাড়িয়ে দেয় কয়েক গুণ।
দুপুর থেকে শুরু হয়ে বিকেল, ছোট-বড় দুই বিভাগে চলে বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড়। আনন্দ বেদনায় যা উপভোগ করেন সবাই। বিপুল সংখ্যক নারী দর্শকের সমাগম ঘটে খেলার মাঠ প্রাঙ্গনে। সকলের আশা, নিয়মিত হবে এ আয়োজন।
পরে আনন্দ ঘন পরিবেশে প্রতিযোগিদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেল । প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল। খেলার উদ্বোধন করেন শ্রীবরদী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইখলাছুর রহমান লিটন।

কাকিলাকুড়া ইউনিয়ন যুবদল একাংশের সভাপতি কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা আনোয়ারুল ইসলাম রানার সভাপতিত্বে এ সময় শ্রীবরদী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, বকশীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মানিক সওদাগর,বিএনপি নেতা ফজলুল হক চৌধুরী অকুল, এসএম সোহান, এডভোকেট রেজুয়ান উল্লাহ, আবু হারিচ বাচ্চু, স্থানীয় বিএনপি নেতা মাহমুদুন্নবী ফজু, টুটুল সওদাগর, স্থানীয় যুবদল নেতা মুস্তাফিজুর রহমান, মুস্তাইন বিল্লাহ সহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, গণমাধ্যম কর্মী ও কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় জামালপুর, মাদারগঞ্জ, ইসলামপুর ও পঞ্চগড় থেকে আসা ৪৩টি দল অংশ নেন।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ