যুবদলনেতা সোহেল রানার গণসংযোগে হামলা, চেয়ার ভাংচুরের অভিযোগ মামুনের কর্মীর বিরুদ্ধে।

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিনিধি দৈনিক জামালপুর বার্তা :  জামালপুর পৌরসভার আলিহারপুরে জেলা যুবদলের সদস্য-সচিব সোহেল রানা খানের গণসংযোগ সভাস্থলে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে হামলা চালিয়ে চেয়ার ভাংচুরের অভিযোগ উঠেছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুনের কর্মীসমর্থকদের বিরুদ্ধে। গত রবিবার (১০ নভেম্বর) আলিহারপুরের নাসিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে

প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর জেলা যুবদলের সদস্য-সচিব সোহেল রানা খান স্থানীয় কয়েকটি স্থানে গণসংযোগ শেষে আলিহারপুরে নাসিরপুর প্রাথমিক স্কুল মাঠে যাচ্ছিলেন। সেখানেও তার গণসংযোগ করার কথা ছিল। খবর পেয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুনের দলীয় কর্মী মমিনুর রহমান মমিন, আজমল খান শফিক, রুবেল বক্স ও তানজিল আহমেদসহ ২০/৩০ জন কর্মী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।

এ সময় তারা চেয়ার ভাংচুরসহ যুবদলের নেতাকর্মীদের মারধর করেন। পরে সোহেল রানা খানের কর্মীরা এগিয়ে গেলে শাহ মো. ওয়ারেছ আলী মামুনের লেলিয়ে দেওয়া কর্মীরা পালিয়ে যায়।

এ সন্ত্রাসী হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, এতদিন দেখেছি বিএনপির সভায় আওয়ামী লীগ হামলা করে। এখন দেখতেছি বিএনপি বিএনপির সভায় হামলা করছে। এরা কি আসলে বিএনপি। সেহেল রানা খান দলের সাংগঠনকে গতিশীলতা করতে গণসংযোগ করতে এসেছিলেন।
দলের অপর পক্ষ শাহ মো. ওয়ারেছ আলী মামুনের কর্মীদের সশস্ত্র হামলার ঘটনায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন তারা।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ