অন্যরকম বিশেষ প্রতিভার অধিকারী শিশু জিন্নাত

doinikjamalpurbarta

আব্দুর রহমান আস সাঈফ, জামালপুর সদর : জামালপুর জেলার জামালপুর  সদর উপজেলার ১২ নং তিতপল্লা ইউনিয়ন পরিষদের খলিফাপাড়া গ্রামের ছেলে মোঃ জিন্নাত।

বয়স মাত্র ১২ বছর হলেও নানা পশুপাখির ডাক অবিকল নকল করতে পারে জিন্নাত।

দৈনিক জামালপুর বার্তা ডটকম এর প্রতিবেদক কে জিন্নাত নানা পশুপাখির ডাক নকল করে শুনায়। তাঁরমধ্যে উল্লেখযোগ্য হলো: বিড়াল,কুকুর,শিয়াল,ঘুঘু, কবুতর ও কোকিল এর ডাক।

জিন্নাত জানায়,আমি দীর্ঘদিনের প্রচেষ্টায় এই ডাকগুলো শিখতে পেরেছি।

তাঁকে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞেস করলে জানায়, আমি বড় হয়ে একজন শিল্পী হতে চাই।

এ বিষয়ে খলিফাপাড়া গ্রামের কামরুল বলেন, জিন্নাতের বাবা বিদেশে থাকে। খুব ছোট থেকেই জিন্নাত নানা প্রতিভার অধিকারী।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ