আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও ষড়যন্ত্র শুরু

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিবেদক

জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, জনগণের ভোটে সরকার গঠন করা ছাড়া আমাদের বিকল্প পথ খোলা নেই। নির্বাচন যেন না হতে পারে সে জন্য স্বৈরাচারের দল আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও ষড়যন্ত্র শুরু করেছে।

রোববার (৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের শফি মিয়ার বাজার জেলা বিএনপির দলীয় কার্যালয়ে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. ওয়ারেছ আলী মামুন বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন সন্ত্রাসী ঘটনার দায়ভার বিএনপিসহ ছাত্রদলের নেতাকর্মীদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করছে। এই অবস্থায় বিএনপির নেতাকর্মীদের সবসময় ধৈর্য্য ধরতে হবে।

এসময় আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক সজিব খান ও শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ।

এসময় জেলা বিএনপি, পৌর বিএনপি ও ওয়ার্ড বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে বন্যায় নিহতদের আত্মার মাগফেরাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এর সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ