আগামীতে জামালপুর পৌরসভার কেমন মেয়র চায় জামালপুর বাসী! মেয়রকে হতে হবে দক্ষ সেবক!

doinikjamalpurbarta

মোঃ মোশারফ হোসেন সরকার জামালপুর

মেয়রকে হতে হবে দক্ষ সেবক ও মানবিক। সাধারণ ছাত্র জনতা আনন্দোনে সরকার পতনের পর প্রধানমন্ত্রীর দেশত্যাগের পর বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্যদের , আওয়ামী লীগের বেশিরভাগই নেতা-কর্মী রা পলাতক রয়েছেন । পাশাপাশি জামালপুর পৌর মেয়র মোঃ ছানোয়ার হোসেন ছানু পলাতক । জামালপুর পৌর প্রশাসক হলেন জামালপুর জেলা প্রশাসকের মনোনীত অতিরিক্ত বিজ্ঞ জেলা প্রশাসক।

জামালপুর পৌরসভার সাধারণ জনগণ নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে, নিজেরাই যাতে নিজেদের ভোট প্রদান করতে পারেন , আগামীতে এমন মেয়র প্রত্যাশা করেন যিনি নাগরিক সেবা পরিপূর্ণভাবে নিশ্চিত করতে পারবেন। এক কথায় মেয়রকে হতে হবে দক্ষ সেবক ও মানবিক। নাগরিকদের কাছে জবাবদিহিতার মন মানসিকতা থাকতে হবে আগামীর মেয়রকে। এছাড়া চলমান, অনুমোদনের অপেক্ষায় থাকা গণমুখী প্রকল্পগুলো বাস্তবায়নে কাজ করতে পারবেন, পৌরবাসী এমন মেয়রকেই আগামীতে চান বলে মন্তব্য করেন জামালপুর পৌরবাসী । সাধারণ জনতার সাথে কথা বলে জানতে পারি …….. দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করার উপরও গুরুত্বারোপ করেন তারা।

আগামীতে কেমন মেয়র চান এবং তাদের কাছে প্রত্যাশা কী

মেয়রের দরজা যেন সবার জন্য খোলা থাকে। মেয়র হচ্ছেন পৌর অভিভাবক। তাই বয়স্ক পিতৃত্বসুলভ স্বচ্ছতা, জবাবদিহি ও নৈতিকতাসম্পন্ন দক্ষ ব্যক্তিকেই মেয়র পদে দেখতে চাই।

দুর্নীতির উর্ধ্বে থেকে জনগণের সমস্যা সমাধান ও জনগণের অভাব-অভিযোগের প্রতি যাতে কর্ণপাত করেন-নতুন মেয়রের কাছে এমন প্রত্যাশা করছি। ফুটপাত হচ্ছে মানুষের চলাচলের জন্য। হকারদের পুনর্বাসন করে হকারমুক্ত ফুটপাত ও মেয়রের দরজা যেন সাধারণ মানুষের জন্য খোলা থাকে সেই প্রত্যাশা করি।

সাধারণ মানুষ কোনো প্রতিবন্ধকতা বা দালাল ছাড়া জনতা মেয়রের কাছাকাছি যেতে পারলে জামালপুর পৌরসভার অনেক সমস্যার সমাধান করা যাবে। এছাড়াও সিনিয়র সিটিজেনদের পরামর্শ গুরুত্ব সহকারে বিবেচনা করবে-তাই আশা করছি।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ