আগুনে ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

doinikjamalpurbarta

শরিফ মিয়া, ইসলামপুর স্টাফ রিপোর্টার :জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের পূর্ব বামনা এলাকায় গত রবিবার (১১ মে) দুপুরে আগুনে ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।

২২ মে (বৃহস্পতিবার) উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুর রহমান ৫টি পরিবারের মাঝে নতুন ঘর নির্মাণের জন্য এক বান্ডিল করে ঢেউটিন বিতরণ করেন।
জানাযায়, গত রবিবার (১১ মে) দুপুরে আগুনে চিনাডুলী ইউনিয়নের পূর্ব বামনা গ্রামে হামিদা খাতুনসহ কৃষক আ: রাজ্জাক, মো: ছানু, সাজেদা বেগম ও পানফুল বেগমের পাঁচটি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ইসলামপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনেন।

এ সময় উপস্থিতি ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো: আবু তাহের মোল্লাহ, মুদ্রাক্ষরিক হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফিরোজ আহমেদ মিন্টু, পৌর বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হোসেন শাহ ফকির, চিনাডুলী ইউপির প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেন ও ইউপি সদস্য আ: মোতালেব প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুর রহমান জানান, আমরা ইসলামপুর উপজেলার বিভিন্ন এলাকায় আগুনে ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্তদের তালিকার মাধ্যমে সরকারি সহায়তা দিয়ে যাচ্ছি। সরকারের এ ধরণের সহায়তা অব্যাহত থাকবে। গত কয়েকদিন আগে ইসলামপুর উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে যাচাই বাছাই করে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করা হবে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ