জামালপুর প্রতিনিধিঃ আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থা জামালুর জেলা শাখা কর্তৃক মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার প্রত্যুষে আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থা জামালপুর জেলা শাখা কর্তৃক ভোকেশনাল মোড়ের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গন থেকে জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে প্রভাতফেরি বের করা হয়।
প্রভাতফেরিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদ বেদিতে সকল ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে পুষ্পতবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থা জামালুর জেলা শাখার সভাপতি সৈয়দ মুনিরুল হক নোবেল, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক এডভোকেট মাসুম ফেরদৌস জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন সরকার, অধ্যাপক তারিকুল ফেরদৌস, দপ্তর সম্পাদক তারা, সচিব এডভোকেট মোঃ নাহিদ হাসান, ফারুক হোসেন, মোঃ কামরুল হাসান, শাহীন, ঝুমা, প্রশান্ত কুমার দেব লিটন প্রমুখ।