আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর জেলা শাখার মানববন্ধন।

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিনিধি দৈনিক জামালপুর বার্তা : আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২৪ উপলক্ষে জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জেলা,শহর ও সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার মানববন্ধন অনুষ্ঠিত।

আজ (মঙ্গলবার) বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের দিকনির্দেশনায় সরকারি আশেক মাহমুদ কলেজে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে গুমের শিকার সকল নেতাকর্মী ও নাগরিকদের মুক্তির দাবিতে এবং আওয়ামী লীগ ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ড বা নির্যাতনের শিকার নেতাকর্মীদের নিপীড়নের ঘটনায় যথাযথ বিচারের দাবী করা হয়।

এ সময় সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের
সাবেক আহবায়ক মোঃইকরামুল হোসেন মানিক বলেন যারা এই গুম হামলার শিকার হয়েছে তাদের বিরুদ্ধে অতি দ্রুত আইনত ব্যবস্থা নিতে হবে।

বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেসে। আমরা বলতে চাই অনতিবিলম্বে এই শিক্ষা ব্যবস্থাকে পুনরায় সন্ত্রাসমুক্ত ও সুন্দর পরিবেশ আনতে হবে।

শহর ছাত্রদলের আহ্বায়ক শফিকুল ইসলাম (শফিক)বলেন বিগত সরকারের আমলে হাজার হাজার নেতাকর্মী গুম, খুন ও বিভিন্ন হামলা,নির্যাতনের শিকার হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা সরকার বিভিন্ন ভাবে অবৈধ মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে নিরীহ কর্মীদের।

আমরা এর সুষ্ঠ ও অতি দ্রুত বিচার দাবী করছি। আমরা বিচার দাবী করসি যেসব আইনশৃংখলা বাহিনীর ফ্যাসিস্ট সরকারের পক্ষে কাজ করে নিরীহ মানুষদের নির্যাতন করেছে।ভরতে বসে হাসিনা এখনো দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের প্রত্যেককে এই ফ্যাসিস্ট হাসিনা ও নেতাকর্মীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।

কলেজ ছাত্রদলের আহ্বায়ক বুরহান উদ্দিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন,জেলা সহ দপ্তর সম্পাদক পাভেল,শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈকত সালমান,জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক হাদিউল ইসলাম রাব্বী, কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন ও প্রমুখ।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ