আমার বাবার স্বপ্নের পত্রিকা দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন আজ সরকারি মিডিয়া তালিকা ভুক্ত।

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিনিধি জামালপুর

২৯ শে মার্চ ২০১৪ ইং শনিবার হতে জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকা প্রকাশিত হয়। আমার বাবার লক্ষ ছিলো সত্য ও ন্যায় সংবাদ প্রকাশের দৃঢ় অঙ্গীকার। আজ ৫ সেপ্টেম্বর ২০২৪ ইং র্দীঘ ১১ বছর পর আলোর মুখ দেখতে পেলেন। এই ১১ বছরের পথ চলা সহজ ছিলো না। দিন রাত পরিশ্রমের মাধ্যমে আজ দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন জামালপুরের মানুষের মুখে মুখে ছড়িয়ে রয়েছে।
একটি পত্রিকা প্রকাশ করা কতটা কঠিন তা হয়তো বাবা’কে না দেখলে বুঝতে পারতাম না। সারা দিন কাজ করার পর রাতে পত্রিকার সকল নিউজ, বিজ্ঞাপন দেখেন তারপর সেই ফাইল মেকাব দেওয়ার পর আবার সব কিছু চেক করেন এই সব করতে করতে দেখা যায় রাত ১২ টা ১ টা বেজে যায়। সকাল ৫ টায় আবার এই পত্রিকা গুলা হকার এবং সকল প্রতিনিদি দের কাছে পাঠিয়ে দেন । এভাবেই কেটে যায় বাবা’র দিন রাত। এই ১১ বছর সকাল ৫ টার পর ঘুমাতে দেখিনি। বাবা’র কাছ থেকে একটা জিনিস খুব ভালো করে শিখতে পারলাম তা হলো ১ বার না পারিলে দেখো শতবার এই কথা বলার কারণ টা হচ্ছে ২০১৪ থেকে সরকারি মিডিয়া ভুক্ত করার জন্য চেষ্টা করতে থাকেন তিনি ৮ থেকে ১০ বার আবেদন করা হয় এর মধ্যে অনেক বার ভেঙ্গে পড়েন কিন্তু হাল ছেড়ে দেন নি কখনো। অনেক কষ্টের পর আজ দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন সরকারি মিডিয়া ভুক্ত। বিশেষ করে ধন্যবাদ জানায় যারা আমার বাবা’র পাশে সব সময় ছিলেন আপনাদের সহযোগীতা ছাড়া হয়তো এতদূর আসা সম্ভব হতো না। সবাই বাবা’র জন্য দোয়া করবেন আল্লাহ যেনো এমনি ভাবে তার সকল স্বপ্ন পূর্ণ করেন।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ