আম পাড়তে গিয়ে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল শিক্ষার্থীর

doinikjamalpurbarta

ইমরান সরকার বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে ফেরদাউস (৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রবিবার (২৯ জুন) দুপুরে উপজেলার বগারচর ইউনিয়নের দক্ষিণ বেপারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফেরদাউস বগারচর ইউনিয়নের দক্ষিণ বেপারীপাড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে। সে ধারেরচর ব্র্যাক স্কুলের ৩য় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানায়, ফেরদাউস রবিবার দুপুর ১টার দিকে তাদের নিজের বসত ঘরের চালের উপরে আম পাড়তে উঠে। চালের উপর বৈদ্যুতিক তারের সাথে তার স্পর্শ হলে ঝুলন্ত অবস্থায় থাকে। বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে একপর্যায়ে ঘরের টিনের চালে উপর ঝুলন্ত অবস্থায় দেখতে পায় ।

এ ঘটনাই পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে

বগারচর ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান সোহেল রানা পলাশ দৈনিক ইনকিলবকে, বিদ্যুৎপৃষ্টে শিশুটির মৃত্যু হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ