Search
Close this search box.

ইসলামপুরে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ।

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিনিধি দৈনিক জামালপুর বার্তা :


জামালপুরের ইসলামপুরে চিনাডুলী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো.ইব্রাহীম খলিলের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির দায়ে জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ে অভিযোগ দিয়েছে।

বুধবার সকালে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দরা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর নিকট এ অভিযোগ দায়ের করেন।

অনুসন্ধানে জানাযায় যে –

গত ৩১/০৮/২০২২ খ্রিঃ তারিখে ইসলামপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ অবসরে যান।পরে ০১/০৯/২০২৩ ইং তারিখে উপাধ্যক্ষ রশীদুল হক রাশেদী ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে দায়িত্ব গ্রহণ করেন।

তিনিও ২৮/০২/২০২৩ ইং তারিখে অবসরে যান।পরে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইব্রাহীম খলিল,সহকারী অধ্যাপক (আরবি) ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন ০১/০৩/২০২৩ ইং তারিখে।

সরকারী বিধি মোতাবেক অধ্যক্ষ, উপাধ্যক্ষ পদ শূণ্য করার ছয় মাসের মধ্যে নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ করার বাধ্যবাধকতা থাকলেও বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ তিনি নিজেই অধ্যক্ষ হবেন মর্মে সকল নিয়োগ বন্ধ রাখেন।

সে সময় থেকে তাঁহার বিভিন্ন দুর্নীতি এবং এডহক কমিটি গঠনকে কেন্দ্র করে একাধারে দুইবার ভারপ্রাপ্ত অধ্যক্ষ থেকেস্বেচ্ছায় পদত্যাগ করেন এবং প্রতিষ্ঠানে বিভিন্ন অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করছেন।

তিনি মাঝেমাঝেই মাদ্রাসায় বহিরাগত লোক এনে শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের হুমকি-ধামকিসহ শারীরিক নির্যাতনের হুমকি দিয়ে আসছেন এমতাবস্থায় প্রতিষ্ঠানের সকল কার্যক্রম ব্যাহত হচ্ছে।


তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রায় ১৮ মাস যাবৎ অধ্যক্ষ, উপাধ্যক্ষ, এবতেদায়ী প্রধান এবং পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ বন্ধ রাখেন,মাদ্রাসার ২২ লক্ষ টাকাসহ প্রতিষ্ঠানে অভ্যন্তরীণ সকল আয়-ব্যায়ের হিসাব প্রকাশ করেননা,
মোঃ মাসুম বিল্লাহ, সহকারী মৌলভী শিক্ষক তিনি দীর্ঘ দিন যাবৎ মাদ্রাসায় অনুপস্থিত থাকলেও তার বিরুদ্ধে কোনো বাসস্থা নেওয়া হয়না,
মোঃ ফারুক হোসেন, নৈশ্য প্রহরী, সে ঢাকায় চাকুরী করেন।

তার পরিবর্তে তার বাবা শিক্ষক/কর্মচারী হাজিরা খাতায় স্বাক্ষর করে আসছেন এবং বিল বেতন উত্তোলন করছেন,তার মনোনীত কয়েকজন শিক্ষককে বিশেষ সুযোগ প্রদান করেন। অভিযোগ কারীরা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার নিমিত্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ