উলামা ঐক্য পরিষদ জামালপুর এর আয়জনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়ছে।

doinikjamalpurbarta

শাকিল জামালপুর

আজ ১১( সেপ্টেম্বর ) বুধবার জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে বর্তমান প্রেক্ষাপটে জামালপুরের সর্বস্তরের উলামায়ে কেরামের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক মত বিনিময় সভা করেছে উলামা ঐক্য পরিষদ জামালপুর ।

মতোবিনিময় সভায় মাওলানা আবুল কাশেম সাহেবের সভাপতিত্বে মাওলানা ইমাম হুসাইন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন আলহাজ্ব মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা মাহবুবুর রহমান সাকি সহ উলামা ঐক্য পরিষধের উপজেলা প্রতিনিধি গণ ।

উলামা পরিষধের বক্ত্যরা বলেন আমরা জামালপুরে উলামারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে না যায় আগামীদিনে জামালপুরে উলামা দের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না এবং মৃত্যুর পরে আল্লাহর আদালতে সবার আগে উলামাদের কেই কাঠগড়ায় তোলা হবে ।

তাই নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে সকল উলাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান উলামা ঐক্য পরিষধের বক্ত্যারা।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ