এজেন্ট ব্যাংকিং আউটলেটে এজেন্ট/গ্রাহক সচেতনতামূলক কর্মসূচী অনুষ্ঠিত।

doinikjamalpurbarta

ডেক্স রিপোর্ট দৈনিক জামালপুর বার্তা:

আজ ২ অক্টোবর,(বুধবার) ২০২৪ ইং তারিখে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি এর ৩০ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটার মাধ্যমে নারায়ণগঞ্জের সানারপাড় এজেন্ট ব্যাংকিং আউটলেটে এজেন্ট/গ্রাহক সচেতনতামূলক কর্মসূচী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এজেন্ট ব্যাংকিং বিভাগীয় প্রধান জনাব মোঃ মনজুর হাসান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মমতাজুল হক-ভাইস প্রেসিডেন্ট,মোঃ ইসতিয়াক হাসান-এসএভিপি,জনাব মোহাম্মদ সুলেমান- এভিপি, জনাব মোঃ শাহিদুল হোসেন-এসপিও, জনাব সৈয়দ জাকির হোসেন-এসইও, জনাব রিফাত হাসান- এসইও। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সম্মানিত গ্রাহক জনাব মোঃ শহিদুল আলম এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী ও ব্যাংক ভবন মালিক জনাব মোঃ মোজাম্মেল হক। তাছাড়া এলাকার বিশিষ্ট ব্যবসায়ী এবং গুণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের লিংক শাখার (সাইনবোর্ড শাখা, নারায়ণগঞ্জ) ব্যবস্থাপক জনাব মোঃ শফিকুল ইসলাম- এভিপি। অনুষ্ঠানে বক্তাগণ ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে অধিক সতর্কতার পরামর্শ দেন। প্রতিটি লেনদেনের পরে কম্পিউটার জেনারেটেড ট্রানজেকশন স্লিপ নেওয়ার জন্যও বক্তাগণ উপস্থিত সকলকে অনুরোধ করেন। তাছাড়া সকল লেনদেনের পরে গ্রাহকের মোবাইলে এসএমএস পাচ্ছেন কিনা তাও নিশ্চিত হওয়ার জন্য পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন সানারপাড় আউটলেটের সম্মানিত এজেন্ট জনাব মোঃ জাহিদ মিয়া। সবশেষে ব্যাংকের সফলতা ও সমৃদ্ধি কামনা করে দোয়া এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ