কাফি পারভেজ : পবিত্র মাহে রমজান উপলক্ষে আন্তর্জাতিক সেবা মূলক সংগঠন এপেক্স ক্লাব অব জামালপুর এর উদ্যোগে সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত ১শত জন মানুষের মাঝে প্রতি বছরের ন্যায় এবারও প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে জামালপুর রেলওয়ে জংশন স্টেশনে এপেক্স ক্লাব অব জামালপুরের লাইফ মেম্বার এপেক্সিয়ান কাফি পারভেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণের উদ্বোধন করেন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল সার্ভিস ডাইরেক্টর এপেক্সিয়ান প্রবাল চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এপেক্স ক্লাব অব জামালপুরের লাইফ মেম্বার এপেক্সিয়ান প্রণব বসাক সুবল ও জামালপুর রেলওয়ে জংশন স্টেশনের স্টেশন মাস্টার দেওয়ান মোহাম্মদ হারুর অর রশিদ। ।
এ সময় উপস্থিত ছিলেন, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট এপেক্সিয়ান মনজুরুল ইসলাম, ট্রেজারার এপেক্সিয়ান রনজিত বসাক, ফ্লোর মেম্বার এপেক্সিয়ান শ্যামল চন্দ্র সাহা, এপেক্সিয়ান মো. শহিদুল্লাহ, বাংলার চিঠি ডট কমের নির্বাহী সম্পাদক মোস্তফা মনজুসহ সুধী, শুভাকাঙ্ক্ষী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, মাহে রমজানের এক মাস সিয়াম সাধনার মাধ্যমে বান্দা সংযমের প্রশিক্ষণ নেয়। আর এটা সম্ভব হয় একে অন্যের প্রতি সহমর্মিতার চর্চার মাধ্যমে। তাই মাহে রমজানে আত্মশুদ্ধির মাধ্যমে সহমর্মিতা ও ভ্রাতৃবোধের শিক্ষা নিয়ে আমাদেরকে আগামি জীবনের দিনগুলো পরিচালনা করতে হবে।
বক্তারা আরো বলেন, সমাজের অনেক মানুষ রমজানে ঠিকমত সেহেরী ও ইফতার খেতে পারে না। মানুষের কষ্টের সময় এপেক্স ক্লাব অব জামালপুর অতিতের মত এবারও এগিয়ে এসেছেন যা প্রশংসিত কর্মকান্ড।
সারা দেশে এপেক্স বাংলাদেশের সকলকে কমভাগ্যবান মানুষের পাশে দাঁড়িয়ে সেবা কার্যক্রম অব্যহত রাখার আহবান জানান।।