ঐতিহ্যবাহী কৈডোলা জাফরসাহী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক/ শিক্ষার্থীর অভিভাবক প্রতিনিধি নিয়ে শিক্ষার মান উন্নয়নে আলোচনা ও পরামর্শ সভা

doinikjamalpurbarta

এস আলম স্টাফ রিপোর্টার : ৩ আগষ্ট ২০২৫ ইং তারিখ জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী কৈডোলা জাফরসাহী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীর অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে আলোচনা ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৈডোলার কৃতি সন্তান অত্র বিদ্যালয়ের নবনিযুক্ত এডহক কমিটির সভাপতি, সরকার সুলতান আহমেদ বাদশা। সভায় সভাপতিত্ব করেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইদুর রহমান, সঞ্চালনায় ছিলেন, মোঃ হাবিবুর রহমান বি এস সিসহ আরও উপস্থিত ছিলেন, অভিভাবক সদস্য মোঃ আশরাফ আলী ও অন্যান্য শিক্ষক /শিক্ষিকা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় এডহক কমিটির সভাপতি বলেন, আগামীতে শিক্ষার মান উন্নয়নে প্রতিষ্ঠানে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে এই প্রথম অত্র বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাস শুরু হয়েছে।আগামীতে ঝরে পড়া শিক্ষার্থীদের নিয়ে বিশেষ ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হবে। তিনি উপস্থিত সকল শিক্ষার্থীর অভিভাবকবৃন্দের উদ্দেশ্যে বলেন, আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হলে, তাদের প্রতি খেয়াল রাখতে হবে। পড়াশোনায় আরো মনোযোগ দিতে হবে। বাসায় ঠিকমতো পড়াশোনা করে কিনা সে বিষয়ে আরো সচেতনতা অবলম্বন করতে হবে। তিনি আরও বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলার মান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে। ইতিমধ্যে আমাদের অত্র বিদ্যালয়ের একজন শিক্ষার্থী মোঃ ফরহাদ হোসেন, সারা বাংলাদেশের মধ্যে ৪৪ তম বিসিএস পরীক্ষায় প্রথম স্থান অর্জন করায় , আমরা নিজেকে গর্ববোধ করি। ভবিষ্যতে এই শিক্ষার মান ধরে রাখার জন্য সবাইকে প্রচেষ্টা করতে হবে।পরিশেষে সভাপতি আগামী দিনে জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডঃ শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন এর সার্বিক সহযোগিতায়, অত্র বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে জন্য সরকারি বরাদ্দ এনে বিদ্যালয়ের বাউন্ডারি করে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ