Search
Close this search box.

কুয়াকাটায় ভ্রমণ শেষে প্রাইভেটকার খাদে পড়ে শেরপুরে একই পরিবারের ৪ জন নিহত।

doinikjamalpurbarta

রেজাউল করিম রাজু শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের রঘুনাথপুর দীর্ঘপাড়া গ্রামের ভীমগঞ্জ বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা জনৈক নাজিম উদ্দিনের ছেলে ঢাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সিভিল সার্ভিসে কর্মরত মো. মোতালেব হোসেন (৩৯), তার স্ত্রী সাবিনা আক্তার (৩০), মেয়ে মুক্তা (১১) ও ছেলে সোয়াইব (৬) কে নিয়ে ৮ অক্টোবর মঙ্গলবার ঢাকা থেকে কুয়াকাটায় ভ্রমণ ও বেড়াতে গিয়ে ৯ অক্টোবর বুধবার রাত ২টার দিকে প্রাইভেটকার যোগে ঢাকায় ফেরার পথে তাদের বহনকারী ঢাকা মেট্টো-১৭-৬২১৫ প্রাইভেটকারটি খাদে পড়ে ওই পরিবারের ৪ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এছাড়াও প্রাইভেটকারে থাকা আরো ৪ জন মারা যায়।

নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, শেরপুর সদর উপজেলার রঘুনাথপুর দীর্ঘপাড়া গ্রামের ভীমগঞ্জ বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা মো. মোতালেব হোসেন ঢাকায় চাকরির সুবাদে স্ত্রী, মেয়ে ও ছেলে নিয়ে বসবাস করে আসছিল। গত মঙ্গলবার মোতালেব হোসেন পরিবারের সদস্যদের সাথে নিয়ে ওই প্রাইভেটকার যোগে কুয়াকাটায় ভ্রমণ ও বেড়াতে যান। এদিকে ভ্রমণ শেষে বুধবার রাতে ঢাকায় ফেরার পথে পিরোজপুর জেলার নাজিরপুর ঢাকা-কুয়াকাটা মহাসড়কে পৌছামাত্র তাদের বহনকারী প্রাইভেটকারটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ প্রাইভেটকারে থাকা শেরপুরের একই পরিবারের ৪ জনসহ ৮ জন মারা যান।

এ ঘটনায় নিহত মোতালেবের গ্রামের বাড়িতে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ