কৃষকের জমির কাটা ধান চুরি করে নেওয়ার অভিযোগ

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিনিধি দৈনিক জামালপুর বার্তা : কুড়িগ্রামের রৌমারীতে ভাড়াটিয়া লোকজন নিয়ে ৪৫ শতক জমির কাটা ধান চুরি করে নেওয়া হয়েছে। ফরহাদ হোসেন, মহিম আলী ও শাহাদত হোসেনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের শ্রীফলগাতি এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিকার চেয়ে বুধবার রৌমারী থানায় একটি অভিযোগ দিয়েছেন ভুক্তভোগি নজরুল ইসলাম।

প্রতিকার না পেয়ে ভুক্তভোগি কৃষক নজরুল ইসলাম শুক্রবার সাংবাদিকদের অভিযোগ করে বলেন, উপজেলার যাদুরচর মৌজার জেএল নং-২৬, আরএস খতিয়ান নং-১২৭৮, ও ৩৬৮২ আরএস দাগ নম্বরের ৪৫ শতক জমি ক্রয় সূত্রে মালিক তিনি। দীর্ঘ দিন থেকে ভোগদখলও করে আসছেন। জমির মালিকানা দাবি করে ১৯ নভেম্বর মঙ্গলবার রাত ১১টার দিকে ১৫-২০ জন ভাড়াটিয়া লোকজন নিয়ে ৪৫ শতক জমির কাটা ধান চুরি করে নিয়ে যায় ফরহাদ হোসেন, মহিম আলী ও শাহাদত হোসেন। পরে ২০ নভেম্বর (বুধবার) প্রতিকার চেয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগি নজরুল ইসলাম।

অভিযুক্ত মহিম আলী বলেন, জমি আমাদের, তাই ধান নিয়ে গেছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই সময় জোর করে জমিতে ধান লাগিয়েছিলেন তিনি।

স্থানীয় ইউপি সদস্য মাহমুদুর রহমান বলেন, জমাজমির বিরোধে নজরুল ইসলামের জমির কাটা ধান তুলে নিয়ে গেছে মহিম আলীরা। পরে ওই ধান উদ্ধার করে তাঁর কাছে (ইউপি সদস্য) হেফাজতে রেখেছে পুলিশ।

রৌমারী থানার ওসি (তদন্ত) আল হেলাল মাহমুদ বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। উভয়পক্ষকে মিমাংসার জন্য থানায় ডাকা হয়েছে। এছাড়া ধান স্থানীয় ইউপি সদস্যের হেফাজতে রাখা হয়েছে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ