Search
Close this search box.

কেন্দুয়ায় প্যানেল চেয়ারম্যানকে প্রশাসনিক ক্ষমতা অর্পণ

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিবেদক

জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম খান সোহেল কর্মস্থলে অনুপস্থিত থাকায় প্যানেল চেয়ারম্যান-১ মো. মিজানুর রহমান কে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করেছে স্থানীয় সরকার বিভাগ।
বুধবার জেলা প্রশাসক মো. শফিউর রহমান সাক্ষরিত এক পত্র প্রেরণ করেছে।
পত্রে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান  মো. সাইফুল ইসলাম খান, গত ০৫ আগষ্ট থেকে  হতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান-১ মো. আব্দুল মোতালেবকে অনুরোধ করা হলে তার শারীরিক অসুস্থতার কারণে প্যানেল চেয়ারম্যান-১ এর দায়িত্ব হতে অব্যহতি চেয়ে আবেদন দাখিল করেন। পরবর্তীতে উদ্ভুত পরিস্থিতিতে উক্ত ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য/সদস্যাগণের জরুরী সভার কার্যপত্রানুযায়ী মো. মিজানুর রহমানকে  প্যানেল চেয়ারম্যান-১ করে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করার জন্য সুপারিশসহ পত্র প্রেরণ করা হয়।

পত্রে আরও উল্লেখ্য থাকে যে, বর্ণিত চেয়ারম্যান ধারাবাহিকভাবে অনুপস্থিত থাকায় জনসেবা বিঘ্নিত হচ্ছে।স্বাভাবিক কাজ পরিচালনা এবং জনসেবা অব্যাহত রাখার জন্য গত ১৯ আগষ্ট পরিপত্র মোতাবেক স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৩, ১০১ ও ১০২ অনুযায়ী প্যানেল চেয়ারম্যান-১ মো. মিজানুর রহমান কে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ