শাকিল হোসেন জামালপুর দৈনিক জামালপুর বার্তা :নিজের অভিনয় সৌন্দর্য দিয়ে অল্প সময়ের মধ্যে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন বর্তমান সময়ের ছোট পর্দার অভিনেতা শওকত শোভন।
সম্প্রতি তিনি জামালপুর এর মনোরম সুন্দর কিছু লোকেশনে নির্মাতা এস এ হক অলিক পরিচালিত “জোনাকির আলো নেই’ নাটকে অভিনেতা জাহের আলভি ও অভিনেত্রী তাসনুভা তিশা এর বিপরিতে রফিক নামে তাকে একটি ভিন্ন চরিত্রে দেখা যাবে।
তিনি পনির খান নির্মিত( সিকিউরিটি গার্ল ) নাটকে তার সুন্দর অভিনয়ের মাধ্যমে দর্শকের পরিচিতি লাভ করেন যে নাটকটির মাধ্যমেই তিনি দর্শদের কাছে আসেন।
শওকত শোভন এর জনপ্রিয় নাটক গুলো হলো, সিকিউরিটি গার্ল, তুমি ফুল নাকি ভুল, প্রেম কাহিনী, ভালবেসে রেখো, বন্ধুত্ব নাকি ভালবাসা।
এছাড়া তিনি বয়েজ এন্ড গার্লস, ভাইয়ের মাথা গরম,এক হাতে তালি বাজে না, অস্থির ভাবী সহ বেশ কিছু নাটকে তিনি প্রধান চরিত্রে অভিনয় করেন ।
অভিনেতা শওকত শোভন দৈনিক জামালপুর বার্তা কে জানান যে আমি হিরো হিসেবে না আমি একজন অভিনেতা হিসেবে নিজেকে দর্শকদের সামনে উপস্থাপন করতে চাই ।
ব্যক্তি চরিত্রের বাহিরে নিজেকে ভাঙতে চাই ।দর্শকের জন্য গল্প নির্ভর কাজ করতে চাই, দর্শক যেন আমাকে গল্পের চরিত্রের মাধ্যমে মনে রাখে সব সময়। দর্শক এর ভালোবাসায় ছাড়িয়ে যেতে চাই নিজেকেই ।
তিনি ডিরেক্টরদের ও প্রোডিউসার দের উদ্দেশ্যে বলেন তারা যেন নতুনদের ভালো ভালো কাজের সুযোগ করে দেন।এতে করে নতুন রাও তাদের কাজের মধ্য দিয়ে দর্শকদের সামনে আসার সুযোগ পাবে।