ডেক্স রিপোর্ট : গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য ফাতিমা তাসনিম পদত্যাগ করেছেন। আজ ১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার সকালে এই পদত্যাগপত্র ফাতিমা তাসনিম নিজেই ফেসবুকে পোস্ট করেন।
এর আগে ১৩ এপ্রিল তিনি পদত্যাগপত্রটি দপ্তর সম্পাদকের মাধ্যমে গণঅধিকার পরিষদের সভাপতি বরাবর প্রেরণ করেন।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন. ‘আমি ফাতিমা তাসনিম ব্যক্তিগত কারণে গণঅধিকার থেকে পদত্যাগ করছি।’ এবিষয়ে জানতে ফাতিমা তাসনিমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি।’
আপনার অন্য কোনো দলে যোগদান করার সম্ভাবনা রয়েছে কিনা এমন প্রশ্নে বলেন, ‘আমি নিজেই একটি দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি, তা সময় হলে জানতে পারবেন।’
উল্লেখ্য, বিগত দিনে সম্মুখপানে থেকে গণঅধিকার পরিষদের গুরুত্বপূর্ণ পদে থেকে ফাতিমা তাসনিম ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন।
তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১১৪, পটুয়াখালী-৪ কলাপাড়া-রাঙ্গাবালী আসনে গণঅধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থী ছিলেন।