নিজস্ব প্রতিনিধি দৈনিক জামালপুর বার্তা :
আজ বৃহস্পতিবার দুপুরে শহরের একটি অফিসে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী ক্ষতিগ্রস্থ অসহায় ইজারাদার। এসময় ক্ষতিগ্রস্ত ইজারাদার সরোয়ার হোসেন অভিযোগ করে বলেন, চলতি বছরে ১৫ এপ্রিল সরকারি ভাবে ডাক বুঝেপান তিনি। তারপর থেকে বাজার পরিচালনা করে আসছেন । কিন্ত গত ৫ আগষ্ট সরকার পতনের পর স্থানীয় কিছু সন্ত্রাসী বাদল,ডালিম, উসমান ও নাজমুল গংরা গত ৭ অক্টোবর মারধর করে রশিদ বই ক্যাশ টাকা ছিনতাই করে ইজারাদার সরোয়ার হোসেন ও তার লোকজনকে বের করে দেয়। এ বিষয়ে উপজেলা প্রশাসন ও পুলিশকে লিখিত অভিযোগ দেন তিনি। ইজারাকৃত বাজার ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। এসময় স্থানীয় মাসুদ রানা,আব্দুর রশিদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।