মোঃ বিপুল হোসেন,নান্দিনা প্রতিনিধি : ফিলিস্তিনের গাজায় নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে জামালপুরের নান্দিনায় ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্র-জনতাসহ নানা পেশাজীবি মানুষ।
সোমবার (৭ মার্চ) বেলা ১১টায় নান্দিনা রেলস্টেশন এলাকায় ছাত্র-জনতা একত্রিত হয়ে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করে ।
এসময় মিছিলটি রেলস্টেশন থেকে শুরু হয়ে নান্দিনা বাজার পদক্ষিন করে জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক গিয়ে শেষ হয় এবং সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মিছিলে অংশ নেওয়া ছাত্ররা বলেন, দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচির অংশ হিসেবে আমরা আজ রাস্তায় নেমেছি। গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী যেভাবে সাধারণ মানুষের ওপর নৃশংস হামলা চালাচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানাই।
আমরা হয়তো এই মুহূর্তে আমাদের গা’জার ভাইদের পাশে দাঁড়িয়ে লড়াই করতে পারবো না। কিন্তু তাদের লড়াইয়ের সাথে একত্বতা ঘোষণা করতে নিজ ভূমির রাজপথে অন্তত নামতে পারবো। আর এটা আমাদের ঈমানী দায়িত্ব।
মানববন্ধনে গাজা থেকে ইসরায়েলী হামলা বন্ধ ও সমরাস্ত্র অপসারণ,আহতদের চিকিৎসা ও খাদ্যসহ মানবিক সাহায্য নিশ্চিতকরণ এবং সারাবিশ্বের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ নিয়ে জোট করে গাজার পাশে দাঁড়ানো দাবীও জানানো হয়।