বিপুল হোসেন,নান্দিনা দৈনিক জামালপুর বার্তা :
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলা প্রতিবাদে জামালপুর সদরে প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ আয়োজন করে চকবেলতৈল ইয়াং স্টার ক্লাব ও এলাকাবাসী।
শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে রানাগাছা ইউনিয়নের আওতাধীন চকবেলতৈল বাজারে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধনঅনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গাজায় প্রতিদিন যে গণহত্যা, ধ্বংসযজ্ঞ ও মানবিক বিপর্যয় ঘটছে, তা সমগ্র মানবজাতির জন্য এক চরম লজ্জা ও বিবেকের প্রশ্ন।
নিরীহ শিশু, নারী ও সাধারণ মানুষের ওপর পরিচালিত অব্যাহত হামলা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সম্পূর্ণ লঙ্ঘন। তবুও আন্তর্জাতিক মহলের নিরবতা ও প্রতিক্রিয়াহীনতা অত্যন্ত হতাশাজনক। বক্তারা বলেন, বিশ্ববাসী আজ ফিলিস্তিনের পক্ষে সোচ্চার হচ্ছে।
বাংলাদেশসহ মুসলিম দেশগুলো শান্তিপূর্ণ প্রতিবাদ জানিয়ে আসছে, যা ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সহায়ক হবে। এসময় বক্তারা ইজরাইলি পণ্য বয়কট করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
বক্তারা অবিলম্বে ফিলিস্তিনে বর্বরোচিত হামলা বন্ধের উদ্যোগ নেওয়ার জন্য জাতিসংঘসহ বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান।দৈনন্দিন জীবনে ব্যবহার্য ইসরায়েলি পণ্য বয়কট করার জন্য সাধারণ মানুষদের সচেতন করেন।
এসময় উপস্থিত ছিলেন চকবেলতৈলসহ পাশ্ববর্তী এলাকার মসজিদের ইমাম-মুসুল্লীগণ,আলেম-উলামা, এলাকার গণমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিকগণ এবং ছাত্র-সমাজবৃন্দ।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে গাজায় শহীদদের আত্নার মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিস জামালপুর সদর উপজেলা শাখার সভাপতি মুফতী রিয়াজুল ইসলাম।