গোয়ালন্দে বিএনপির উদ্যোগে বন্যাদূর্গতদের ত্রাণ তহবিল গঠন সংক্রান্ত আলোচনা সভা 

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিনিধি

দেশের পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় বন্যা দুর্গত মানুষের সাহায্যের জন্য ত্রাণ তহবিল গঠন করতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় উজানচর ইউনিয়ন পরিষদে মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

উজানচর  ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম খান ছলিম এর সভাপতিত্বে হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আইয়ূব আলী খান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ। অনুষ্ঠিত সভায় দেশের পূর্বাঞ্চলীয় জেলার বন্যার্তদের পাশে দাঁড়িয়ে সহায়তা করার জন্য ত্রাণ তহবিল গঠন করতে মতবিনিময় করা হয়। এসময় উপস্থিত সকল নেতাকর্মী যার যার সাধ্যমত ক্ষতিগ্রস্থ মানুষকে সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেন।

অনুষ্ঠানে ভিডিও বক্তব্য দেন রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি এ্যাডভোকেট আসলাম মিয়া। এসময় তিনি নেতাকর্মীকে একত্রিত হয়ে দলকে সুসংগঠিত করার কথা বলেন।

সভায় বিশেষ অতিথি পৌর বিএনপির সভাপতি কাশেম মন্ডল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক

মজিবর রহমান মজি মোল্লা , উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেনসহ, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম, সহ সভাপতি মোঃ মনির খান, সহ সভাপতি মোঃ ইউনুস আলী মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব  সানোয়ার আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ মন্ডল, অনুষ্ঠানের সঞ্চালনা করেন উজানচর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোহাম্মদ শাহীন মৃধা।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ