চরশী খলিফাপাড়ায় তরুণ প্রজন্ম বয়েজ ক্লাবের উদ্যোগে ইফতার

doinikjamalpurbarta

মঞ্জুরুল হক : জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের চরশী খলিফাপাড়ায় তরুণ প্রজন্ম বয়েজ ক্লাবর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার বিকেল চরশী খলিফাপাড়া ঈদগা মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি তালিমুল ইসলাম। ইফতার পরিচালনা করেন ক্লাবের সাধারন সম্পাদক মো.ছানাউল্লাহ।

এ সময় ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক হযরত আলী,সাংগঠনিক সম্পাদক আকবর আলী মাস্টার ও ক্লাবের অন্যান্য সদস্যসহ রোজাদাররা উপস্থিত ছিলেন।

ক্লাব কর্তৃপক্ষ সুত্র জানান,এবার নিয়ে ছয়বারের মতো ইফতার মাহফিলের আয়োজন করা হলো এই মাঠে।

ক্লাবের নেতারা  আগামীতে আরও বড়পরিসরে ইফতার মাহফিলের আয়োজন  করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ