মো: বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে থানা প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
শনিবার (১৬ আগস্ট) কুড়িগ্রামের উলিপুরে একটি হলরুমে বিকাল ৪ ঘঠিকায় জেলা সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মোবাশ্বের রাশেদীনের সঞ্চালনায় এ আয়োজন সম্পন্ন হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুহতারাম জাহিদুল ইসলাম কেন্দ্রীয় সভাপতি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
মতবিনিময় সভায় প্রধান অতিথি জাহিদুল ইসলাম বক্তব্যে বলেন, আল্লাহ প্রদত্ত কুরআন, রাসুল এর সুন্নাহ, এবং ইসলামী শরীয়তের জ্ঞান অর্জন ও তা জীবনে প্রয়োগ করা। এটি শুধু ইবাদতের বিষয় নয়, বরং মানব জীবনের সব দিক নৈতিকতা, আচার-আচরণ, সামাজিক সম্পর্ক, অর্থনীতি, রাজনীতি সব কিছুকে সঠিক পথে পরিচালনার মূল চাবিকাঠি।
ইসলাম শিক্ষা শুধু ধর্মীয় জ্ঞান নয়, এটি এক পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। তাই ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক উন্নতির জন্য প্রতিটি মুসলমানের জন্য ইসলাম শিক্ষা অর্জন ও চর্চা অপরিহার্য।
থানা দায়িত্বশীলদের উদ্দেশ্যে আরো বলেন,
সকল জনশক্তিদের আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে, আল্লাহর নিকট নফল ইবাদতের মাধ্যমে সাহায্য চাইতে হবে।
এ সময় ছাত্রশিবিরের জেলা দায়িত্বশীলদের উপস্থিতির মাধ্যমে আয়োজন সম্পন্ন করা হয়।