ছাত্র-ছাত্রীরা ক্লাস থেকে মাঠে গেল রোহিত-নাজমুলদের খেলা দেখতে

doinikjamalpurbarta

মাঠে

মোঃ মাহাবুবুর রহমান মাসুম, দৈনিক জামালপুর বার্তা :

কাল থেকেই কানপুর গ্রিন পার্ক স্টেডিয়ামের আশেপাশে ভিড় রয়েছে। দর্শকদের আগ্রহ থাকাটাই স্বাভাবিক, কারণ তিন বছর পর কানপুরে টেস্ট ম্যাচ হচ্ছে। আজ কানপুর গ্রিন পার্ক স্টেডিয়ামে টেস্ট ম্যাচ দেখতে আসা অধিকাংশ দর্শক ছিল ছাত্র-ছাত্রী।

শিক্ষার্থীরা স্কুলের ক্লাস বাদ দিয়ে দল বেধে, পুলিশের কড়া নিরাপত্তায় মাঠে প্রবেশ করে। শিক্ষার্থীদের সাথে ছিলেন শিক্ষকরাও। এমন দৃশ্য সবার মন ভরিয়ে দিয়েছে কানপুরে মেঘলা সকালের দিনে। গুরু হার রাই একাডেমিরই কয়েক শ শিক্ষার্থী মাঠে খেলা দেখতে আসে।

নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীদের মাঠে খেলা দেখতে নিয়ে আসেন, তাদের শিক্ষক নির্মল এটা জানান। একমাত্র ভারতের ক্রিকেট স্টেডিয়াম, শিক্ষার্থীদের জন্য আলাদা করে গ্যালারি থাকার কারণে টিকিট কাটা লাগেনি।

গতকাল কানপুর গ্রিন পার্ক স্টেডিয়ামের ম্যানেজার সঞ্জয় কাপুর জানান স্টুডেন্ট গ্যালারি যেন কানায় কানায় পূর্ণ থাকে সেজন্য বিশেষ উদ্যোগ নেয়া হয়েছিল। তাঁরই প্রতিফলন আজ মাঠে দেখা যায়। দর্শকদের ভিড় একেবারে কমও নয়।

অনেকে রোহিত-কোহলিদের টেস্ট জার্সি কিনছিলেন ফুটপাত থেকে, তারা শার্ট খুলে জার্সি পরে ভারতের পতাকা একে স্টেডিয়ামে ঢুকার প্রস্তুতি নিচ্ছিলেন। কানপুরে এটা শুধু টেস্টই নয়, যেকোনো ম্যাচই দীর্ঘ সময় পর হচ্ছে ‘এমনটাই জানিয়েছেন ধর্ম কুমার।

আমরা ভারতকে সমথর্ন দিতে এসেছি এবং তারাই ম্যাচ জিতবে। গত ২৪ বছরে এই নিয়ে ষষ্ঠ ম্যাচ কানপুর স্টেডিয়ামে। অনেক দিন পর কানপুর গ্রিন পার্ক স্টেডিয়ামে একটি মাত্র টেস্ট ম্যাচ পেয়ে অনেকে খুশি হয়েছে।

মাঠে আসা দর্শকদের মনে ভাবনা আছে কবে যে আবার এই স্টেডিয়ামে টেস্ট খেলা হবে। এছাড়া ভারতীয় এক দর্শক জানিয়েছে যে মেঘলা কন্ডিশনে ভারতের বোলিংদের সামনে দাঁড়াতে পারবে না বাংলাদেশের ব্যাটাররা।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ যেভাবে খেলেছিল তা দেখে মনে হয়েছিল যে ভারতকে চ্যালেঞ্জ জানাবে তারা। তবে আমরা তো এখানে ২-৩ দিনেই ম্যাচ জিতে যাবো। ওই ভারতীয় দর্শক মাঠে ঢোকার পর আত্মবিশ্বাসী যে তাকে আনন্দে ভাসালেন ভারতের বোলাররা। 

সাদমান ইসলাম ও জাকির হোসেন বাংলাদেশের এই দুই ওপেনারকে আউট করে ভুভুজেলা আর ড্রামসের আওয়াজে মাঠ মাতিয়ে তোলে দর্শকরা। কানপুর গ্রিন পার্ক স্টেডিয়ামের স্টুডেন্ট গ্যালারি সকাল থেকেই সজাগ রেখেছিল। কানপুরের সবাই আশা করেন যে সামনে এই স্টেডিয়ামে আরও আন্তর্জাতিক ম্যাচ হবে খুব তাড়াতাড়ি। নিয়মিত এই ধরনের খেলার খবর পেতে চোখ রাখতে পারেন দৈনিক জামালপুর বার্তার ওয়েব পেইজে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ