ছেলে হত্যাকারীদের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন  অঝোরে কাঁদলেন মা

doinikjamalpurbarta

এম.এইচ.রিয়াদ জামালপুর

জামালপুরে গাড়ী চালক মেহেদী হাসান টিটুর হত্যাকান্ডের বিচার দাবীতে সংবাদ সম্মেলন করেছে অসহায়  ভুক্তভোগী পরিবার।

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বাস চালক মেহেদী হাসান টিটুর নিজ বাড়ি শহরের লাঙ্গল জোড়া এলাকায় এই সংবাদ সম্মেলন করেন তার অসহায় পরিবার।

ভুক্তভোগী পরিবারের পক্ষে টিটুর বোন স্মৃতি অভিযোগ করে বলেন, তার ভাই টিটু শহরের বাগেরহাটা এলাকায় বিয়ে করেন। বিয়ের পর থেকেই টিটুর বউ ও শশুরবাড়ির লোকজনদের সাথে মনোমালিন্য চলছিলো টিটুর।

তিনি আরও বলেন, গত ১ আগষ্ট বৃহস্পতিবার রাতে শশুরবাড়ির লোকজন ডেকে নিয়ে যায়। এরপর শশুরবাড়ির লোকজন টিটুকে মেরে কাচারীপাড়া চার রাস্তা মোড়ে ফেলে যায়। পরে স্থানীয়রা এম এ রশিদ হাসপাতালে নিয়ে গেলে রাত আনুমানিক ১২ টার দিকে টিটু মারা যায়। এসময় তার শরীরে জখমের চিহ্ন দেখতে পাওয়া যায়। পরে পুলিশ এসে লাশ ময়নাতদন্তের  সদর হাসাপাতালে পাঠায়।

টিটুর মা এর কোহিনুর বেগম বিলাপ করে বলেন, আমি আমার ছেলের হত্যাকারীদের বিচার চাই। আমার ছেলেকে মেরে ফেলেছে তার বউ ও তার শশুরবাড়ির লোকজন। বিয়ের পর থেকেই নানাভাবে মেরে ফেলার হুমকী দিয়েছে টিটুর শশুরবাড়ির লোকজন। তারা আমার একমাত্র নাতনীকেও নিয়ে গেছে।

এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহব্বত কবীর বলেন, এটি একটি ইউ.ডি মামলা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত ময়না তদন্তের রিপোর্ট আসেনি।রিপোর্ট আসলে চলমান মামলা অনুযায়ী মামলাটি গ্রহণ করা হবে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ