জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও ভুরিভোজ

doinikjamalpurbarta

ফরিদুল ইসলাম  : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ভুরিভোজের আয়োজন করে জেলা জাতীয় পার্টি।

সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ ইয়াসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোঃ মনির আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জামালপুর-সদর আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ জাকির হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আনিসুল রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক কাজী খোকন, জাতীয় যুব সংহতির আহ্বায়ক মোঃ মিজানুর রহমান, জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব কাজী আকাশসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা এরশাদের রাজনৈতিক দূরদর্শিতা, শাসনকালীন উন্নয়ন কর্মকাণ্ড এবং জাতীয় পার্টিকে শক্তিশালী করার তার অবদানের কথা স্মরণ করেন। তারা ভবিষ্যতেও দলের ঐক্য ও সংগঠন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ