শেরপুর জেলা প্রতিনিধি: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শেরপুরে বিএনপির বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলীর বাসভবনে জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সেখানে সমবেত হয়।
পরে সেখান থেকে কয়েক হাজার নেতাকর্মীদের অংশ গ্রহণে জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলীর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শহরের রঘুনাথ বাজার জেলা বিএনপির দলীয় কার্যালয় গিয়ে শেষ হয়। র্যালি শেষে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আওয়াল চৌধুরীর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী। এসময় তিনি বলেন, “দীর্ঘ ১৬ বছর পর মহান এ দিবসটি স্বাধীনভাবে পালন করার সুযোগ পেয়েছে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। ১৯৭৫ সালের এই দিনে আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার জন্য সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিলো। তাদের ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমেই রক্ষা পায় বাংলাদেশের স্বাধীনতা। ঠিক ২০২৪ সালেও ওই ফ্যাসিবাদি আওয়ামী লীগের এবং শেখ হাসিনার স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে ছাত্রজনতা”
তিনি আরো বলেন, “দেশ স্বৈরশাসক মুক্ত হয়েছে। কিন্তু তাদের দোষররা এখনও রয়ে গেছে। তারা আবারও নানা ষড়যন্ত্র শুরু করেছে। তাদের সকল ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।আওয়ামীলীগের সাথে আতাতকারী কেউ বিএনপিতে ঢুকতে পারবে না। আমি অনুরোধ করবো দলে আর কোন ভেদাভেদ নাই। সব ভুলে এক হয়ে দলটাকে সুন্দর করি। একসাথে কাজ করি। দেশ নায়ক জনাব তারেক রহমানের হাতটাকে শক্তিশালী করি। বিএনপিকে অনেকে অনুপ্রেবেশ করতে চাচ্ছে। তাদেরকে চিহ্নিত করতে হবে। এখনো অনেক কিছু বাকি আছে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা। মানুষের গণতান্ত্রিক অধিকার তাদের হাতে ফিরিয়ে দেয়া। দেশে একটি সুন্দর নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদের সবাইকে রাজপথে থাকতে হবে। কারণ এখনো বিএনপিকে নিয়ে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। তবে কোন ষড়যন্ত্রই সফল হবে না। আমরা দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে অতন্দ্র প্রহরীর মতো মাঠে আছি এবং থাকবো”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ সিরাজুল ইসলাম। এসময় শেরপুর জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও অঙ্গ সহযোগি সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে ওই দিন সকালে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শেরপুর জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।