জামালপুর প্রতিনিধিঃ জামালপুর সদর উপজেলার জামতলী বাজারে অবস্থিত আইএফআইসি ব্যাংক পিএলসিতে ব্যবসায়ীদের আর্থিক সাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে জামতলী বাজার জামালপুর উপ শাখা প্রাঙ্গণে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলের ধনবাড়ী শাখার অধীনে জামতলী বাজার উপ শাখার আয়োজনে একটি শক্তিশালী অর্থনীতি করার লক্ষ্যে সাক্ষরতা বিস্তার ও প্রসার ঘটাতে স্থানীয় ব্যাবসীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক পিএলসি ধনবাড়ি শাখার উপ ব্যাবস্থাপক মোঃ জহিরুল ইসলাম, মাকেটিং অফিসার মাহমুদুল হাসান সহ স্থানীয় ব্যবসায়ী ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জামতলী বাজার উপ শাখার অফিসার ইনচার্জ মোঃশামছুল আলম ও ট্রানজেকশন সার্ভিস অফিসার শ্রাবনী দেবনাথ। প্রধান আলোচক হিসেবে বক্তব্যে আইএফআইসি ব্যাংক পিএলসি ধনবাড়ি শাখা উপ ব্যবস্থাপক মোঃ জহিরুল ইসলাম। ব্যাংকিং বিষয়ে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করেন। এ সময় তিনি আর্থিক পরিকল্পনা ও সঞ্চয় করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।
এছাড়াও নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ নিয়ে স্পষ্ট ধারণা উপস্থাপন করেন। পাশাপাশি ব্যাংকিং লেনদেন সংক্রান্ত বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা হয়। পরে মাকেটিং অফিসার মাহমুদুল হাসান ব্যাংক একাউন্ট করার প্রক্রিয়া স্পষ্ট ভাবে ব্যক্ত করেন। এরপর উপস্থিত ব্যক্তিবর্গদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।