জামালপুর প্রতিনিধিঃ জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়নের হাজিপুর উচ্চ বিদ্যালয়র সহকারি শিক্ষক আব্দুর রশিদ মারধর ঘটনায় জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দিয়েছে।
গতকাল বুধবার সকালে হাজিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম সাজেদুল হক এ অভিযোগ দায়ের করেছেন।এই অভিযোগ একই বিদ্যালয়ের অফিস সহকারি মোখলেসুর রহমান ওরফে উজ্জলের বিরুদ্ধে। অভিযোগ সুত্র জানায়,মঙ্গলবার বেলা চারটার দিকে অফিস সহকারি মোখলেসুর রহমান উজ্জলের একটি রেজিস্ট্রার খাতা কেনাকে কেন্দ্র করে প্রথমে প্রধান শিক্ষক একেএম সাজেদুল হকের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে।
পরে ওই প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক আব্দুর রশিদ ও অফিস সহায়ক রতন মিয়া এর মধ্যস্থতা করতে গেলে তাদের সঙ্গে ওই অফিস সহকারির ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।পরে অফিস সহকারি মোখলেসুর রহমান উজ্জল বহিরাগতদের ডেকে নিয়ে হামলা চালিয়ে সহকারি শিক্ষক আব্দুর রশিদ,প্রধান শিক্ষক একেএম সাজেদুল হক বেধরক মারধর করে চলে যান।
পরে প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকরা তাদের উদ্ধার করে। এঘটনায় বিদ্যালয়ের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান নাজমুল হক বাবু বলেন,প্রধান শিক্ষককের আসকারায় আজকের এ অপ্রীতিকরর ঘটনার উদ্ভব হয়েছে,ওই অফিস সহকারি যেন,বিদ্যালয় ঢুকতে নাপারে।
এ ব্যাপারে অভিযুক্ত অফিস সহকারি মোখলেসুর রহমান বলেন,প্রধান শিক্ষক সাজেদুল হক দাপ্তরিক কাজে আমাকে কোন খরচ না দিয়ে শুধু জারির মধ্যে রাখায় ঘটনার সৃস্টি হয়েছে।এছাড়া তারা ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করেছে।
এ ব্যাপারে স্কুল পরিচালনা কমিটির এডহক কমিটির সভাপতি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জিন্নাত শহীদ পিংকি বলেন,ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত কমিটি ঘটনা করা হবে।