নিজস্ব প্রতিবেদক : জামালপুরের ইসলামপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় স্বশিকা সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন আহালুসহ আরও এক ব্যক্তি আহত হয়েছেন। গুরুতর আহত ইসমাইল হোসেন আহালুকে জামালপুর জেনারেল হাসপাতালের ২৫০ শয্যার বিভাগে ভর্তি করা হয়েছে।
ইসমাইল হোসেন আহালুর অভিযোগ, স্থানীয় দুটি বেসরকারি সংস্থা, স্বশিকা ও বাঁধন সোসাইটির মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। স্বশিকা’র কাছে ভাড়া নেওয়া ১৮ শতক জমি গোপনে বিক্রি করেছে বাঁধন সোসাইটি।
এই নিয়ে দু’পক্ষের মধ্যে তীব্র বিরোধ সৃষ্টি হয়েছে। সোমবার রাতে ধর্মকুড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে পলবান্ধা মিয়াবাড়ি সড়কে পৌঁছালে সৈয়দ আলীর নেতৃত্বে বাঁধন সোসাইটির ১০-১২ জনের একটি সশস্ত্র দল ইসমাইল হোসেন আহালুর ওপর হামলা চালায়। এতে তার দুটি পা ভেঙে যায়।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাঁধন সোসাইটির সভাপতি সৈয়দ আলী দাবি করেন, স্বশিকা থেকে অনুদান পাওয়ার পর তারা জমিটি বিক্রি করেছেন।