জামালপুরের নান্দিনায় ট্রেন ও তরমুজ বোঝাই ট্রাকের সংঘর্ষ

doinikjamalpurbarta

মোঃ বিপুল হোসেন, নান্দিনা : জামালপুর সদর উপজেলার রানাগাছা ইনিয়নের কানিলে একটি ক্রসিংয়ের বার ভেঙে রেললাইনের ওপর ট্রাক ঢুকে পড়ে ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এতে ট্রেনের চালকসহ চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১টার উপজেলার নান্দিনা এলাকার কালিন রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন ট্রেনটির চালক কামাল হোসেন, তাঁর সহকারী ইদ্রিস আলী, গেটম্যান কহিনুর ইসলাম এবং ট্রাকের চালক। তাৎক্ষণিকভাবে ট্রাকচালকের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে জামালপুরের দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনটি আজ বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার নান্দিনা এলাকার কালিন রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় যানবাহনের চলাচল ঠেকাতে বার ফেলেন গেটম্যান। কিন্তু ট্রেনটি আসার সময় বার ভেঙে রেললাইনের ওপর উঠে যায় তরমুজবোঝাই ট্রাকটি।

এ সময় ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়েমুচড়ে গেছে। এ সময় ওই চারজন আহত হন। এতে ট্রাকের সব তরমুজ নষ্ট হয়ে গেছে।

এ দুর্ঘটনার পর আজ বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় ১ ঘণ্টা ময়মনসিংহ-জামালপুর রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল।

দুমড়েমুচড়ে যাওয়া ট্রাকটি রেললাইন থেকে সরিয়ে নেওয়া হয়। পরে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনায় ট্রেনটির ইঞ্জিনের ক্ষতি হয়েছে।

নান্দিনা রেলস্টেশনের স্টেশনমাস্টার নাদির হোসেন বলেন, দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রেনটির ইঞ্জিন বিকল হলেও কোনোরকমে ট্রেনটি ঘটনাস্থল থেকে ধীরে ধীরে নান্দিনা রেলস্টেশন পর্যন্ত নেওয়া হয়েছে।

ট্রেনের ইঞ্জিনটির পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে বিকল্প ইঞ্জিন আনা হয়। পরে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

রেলওয়ে থানার ওসি মোঃ রবিউল ইসলাম জানান, আনুমানিক এগারটার দিকে ট্রেন ও ট্রাক দূর্ঘটনার খবর পাই এবং সাথে সাথে আমার ফোর্স নিয়ে ঘটনার স্থলে আসি।

স্থানীয় ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায় একটি তরমুজ বোঝাই ট্রাক জামালপুরের দিকে যাচ্ছিল। গেইটম্যান ক্রসিংবার রাস্তার ফেলে রাখা অবস্থায় তা ভেঙ্গে ট্রাকটি লাইনে উপর উঠে যায় সেসময় ঢাকা থেকে ছেড়ে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দিলে দুমড়েমুচড়ে পাশে একটি দোকানের উপর গিয়ে পড়ে।

এতে এলএম, গেইটম্যান এবং দোকানদার আহত হয়েছে। ট্রাকটির চালক ও হেলপার পলাতক আছেন। ট্রাকটি আমরা জব্দ করেছি।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ