নিজস্ব প্রতিবেদক : আটক হওয়া সুজেদা বেগম মেলান্দহ উপজেলার রায়ের বাকাই এলাকার বেলাল মিয়ার স্ত্রী।
উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য আনুমানিক ২২ লাখ ২০ হাজার টাকা।
অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) মোঃ সোহেল মাহমুদ আজ দুপুরে জানান ভোররাতের দিকে মেলান্দহ উপজেলার রায়ের বাকাই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এসময় পালিয়ে যায় সুজেদা বেগমের স্বামী বেলাল ও তার দেবর দুলাল নামে আরো দুইজন মাদক ব্যবসায়ী।
আটক সুজেদা বেগম ও পালিয়ে যাওয়া বেলাল ও দুলাল জেলায় মাদকের পাইকারী ব্যবসায়ী। তারা পুরো জেলায় মাদক সরবরাহ করে।
এসময় পালিয়ে যাওয়া ব্যক্তি ও এই সিন্ডিকেটের সদস্যদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।