Search
Close this search box.

জামালপুরে অধ্যক্ষের পদ্যত্যাগের দাবি

doinikjamalpurbarta

জামালপুরে অধ্যক্ষের পদ্যত্যাগের দাবি

জামালপুর প্রতিনিধি:

জামালপুরের গোপালপুরে একটি ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগের ঘটনা পদত্যাগ দাবি করেছে শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে গোপালপুর ড্রিগি কলেজের শিক্ষার্থীরা এ দাবি জানায়। এরআগে ৪ সেপ্টেম্বর কলেজের পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি অভিযোগ দেয় তারা।

অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন থেকে আওয়ামী লীগের ক্ষমতার অপব্যবহার করে কলেজের অধ্যক্ষে এ.বি.এম ফাহাদ উদ্দিন নানা অনিয়ম ও সেচ্ছাচারিতার মাধ্যমে কলেজটিকে নিজস্ব সম্পতি বানিয়ে ফেলে৷ তিনি কলেজের উপাধ্যক্ষ থাকার সময় রাজনৈতিক ক্ষমতার জোড়ে সাবেক অধক্ষ্য মোফাজ্জল হোসেনসহ শিক্ষকদের নানা ভাবে হয়রানি করে। কলেজের উন্নয়নের কাজের কথা বলে হরিলুট করে৷ এছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন পরিক্ষাসহ ফরম ফিলাপের অতিরিক্ত ফি আদায় করে আত্নসাৎ করে। এসব দুর্নীতির প্রমান পাওয়া কলেজের গভার্নিং বডি ২০১৮ সালে সাময়িক বরখাস্ত করে। পরবর্তীতে সাবেক অধক্ষ্য মারা গেলে তিনি কলেজের অধ্যক্ষের দ্বায়িত্ব পায়। এসব ঘটনার পর তিনি পলাতক থাকায় তার পদত্যাগ দাবি করে শিক্ষার্থী ও অবিভাবকসক শিক্ষকরা।

বর্তমানে দ্বায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল করিম বলেন, অধ্যক্ষ ফাহাদ উদ্দিন অসুস্থতার কারণে ছুটিতে রয়েছে৷ তার কোনো অনিয়ম আমাদের চোখে পড়েনি। এসব বিষয়ে জেলা প্রশাসনের কাছে অভিযোগ করেছে সেখান থেকে তদন্ত করে ব্যবস্থা নেবে।

এ বিষয়ে অধ্যক্ষে এ.বি.এম ফাহাদ উদ্দিন বলেন, আমার বিষয়ে সমস্ত অভিযোগ মিথ্যা। কোনো প্রকার দুর্তি আমি অসুস্থতার কারণে ছুটিতে আছি৷

জামালপুর জেলা প্রশাসক মো: সফিউর রহমান বলেন, অধ্যক্ষ আমাদের কাছে ছুটির আবেদন করেছে৷ আমরা পেয়েছি চিঠির আকারে সেটি কলেজে পাঠিয়ে দেবো।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ