জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলার সদর উপজেলায় ব্র্যাক-সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উপলক্ষ্যে কুইজ প্রতিযোগীতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে বেলটিয়া ব্র্যাক অফিসের হলরুমে এ অনুষ্ঠানে
আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো “দ্বন্দে কোন আনন্দ নাই, আপস করো ভাই লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই” উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক জামালপুর সদর এর এরিয়া ম্যানেজার হুমায়ুন কবির (দাবী) আবেল উদ্দীন (প্রগতি) সহ সকল কর্মসূচির সর্বস্তরের কর্মীরা. কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন মো. হুমায়ুন কবির এএম (দাবী) কুইজ প্রতিযোগিতা পরিচালনায় সহযোগিতা করেন অফিসার সেলপ আলমগীর মিয়া।
পুরস্কার গ্রহণ করেন কনিকা খাতুন, সাবিনা ইয়াসমিন, শাহিন মিয়া, হালিমা বেগম।।