জামালপুরে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিনিধি দৈনিক জামাতে বার্তা: জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পেনাল্টি শুট আউটে ব্যবস্থাপনা বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুললো উচ্চ মাধ্যমিক শ্রেণী।

আজ (সোমবার)সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২৪ এর ফাইনাল খেলায় সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃহারুন অর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বিপিএম(সেবা)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের উপাধ্যক্ষ প্রফেসর খেলনা রানী দেব। শিক্ষক সংসদের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রেজাউল করিম। ফুটবল টুর্নামেন্টের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের পরিচালনা কমিটির আহ্বায়ক শাকের আহম্মদ চৌধুরী।

আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পেনাল্টি শুটআউটে ব্যবস্থাপনা বিভাগকে ০৪-০৩ গোলে হারিয়ে একাদশ শ্রেণী জয় লাভ করে।

পরে বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশিদ ও জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বিপিএম(সেবা)।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ