নিজস্ব প্রতিনিধি দৈনিক জামালপুর বার্তা : জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কলেজ ছাত্রদল ফাইনালের দুই দলকে উপহার হিসেবে ফুটবল উপহার দিয়েছে।
আজ(রবিবার) সরকারি আশেক মাহমুদ কলেজ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতের পরামর্শক্রমে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খানের নির্দেশনায় সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের পক্ষ থেকে দুটি ফুটবল ফাইনাল খেলায় অংশ গ্রহণকারী দুই দল কে উপহার দেওয়া হয়।
এ সময় উপস্থিত সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ মো: হারুন অর রশিদ এর কাছে ফুটবল দুইটি হস্তান্তর করে কলেজ ছাত্রদলের সদস্য সচিব রকিবুল হাসান রাকিব।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ খেলনা রানী দেব ও ফুটবল খেলার আহ্বায়ক জনাব মোঃ শাকের আহমেদ,প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা পুলিশ সপার সৈয়দ রফিকুল ইসলাম (বিপিএম সেবা) সহ প্রশাসনের উদ্ধৃত কর্মকর্তাবৃন্দ, কলেজ ছাত্রদলের যুগ্ন সম্পাদক মো: সরোযার হোসেন, মো: রিপন, মো: আশিক সহ অত্র কলেজ শিক্ষার্থী বৃন্দ।।